মোবারক হোসাইন, ফুলবাড়ীয়া: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীককে বিজয়ী করতে জামায়াতে ইসলামী এক বিশাল গণমিছিল করেছে। গত শনিবার বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মীদের নিয়ে ফুলবাড়ীয়া কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজানের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় স্লোগানে স্লোগানে ফুলবাড়ীয়ার রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।
মিছিলের নেতৃত্ব দেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও ফুলবাড়ীয়া আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন। এর আগে ফুলবাড়ীয়া কলেজ মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে কর্মী ও সমর্থকদের মিছিল আগমন করলে কলেজ মাঠ জনাকীর্ণ জনসভায় পরিণত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, আগামী দিনে ফুলবাড়ীয়ার মানুষকে সাথে নিয়ে উন্নত ও সমৃদ্ধ উপজেলা গঠন করা হবে। তিনি বলেন, 'দাঁড়িপাল্লার' বিজয়ে সকল ষড়যন্ত্র ভেসে যাবে। তিনি আরও বলেন, 'দাঁড়িপাল্লার' বিজয় হলে জনগণ বিজয়ী হবে। এ বিজয় হবে আধিপত্যবাদ, চাঁদাবাজ ও সম্পদ লুটেরাদের বিরুদ্ধে জনগণের বিজয়। বক্তব্যে কামরুল হাসান মিলন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন, বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতা নিয়ে একটি মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। এ সময় তিনি যথাসময়ে জাতীয় নির্বাচন দাবি করে এর আগে গণভোট কার্যকরের আহ্বান জানান।
গণমিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাহবুবুর রশীদ ফরাজি, উপজেলা আমীর ফজলুল হক শামীম, নায়েবে আমীর গোলাম মোস্তফা, সেক্রেটারি ডা. আব্দুর রাজ্জাক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আলাউদ্দিন, শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুর রউফ রাব্বানী, আব্দুল মজিদ, পৌর আমীর আব্দুল খালেক, জামায়াত নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক আন্তর্জাতিক সম্পাদক এইচ এম জোবায়ের, উপজেলা সভাপতি মানিক হাসান সহ দলটির সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
আপনার মতামত লিখুন :