রায়গঞ্জে সড়কে ধস, দুর্ঘটনার শঙ্কা

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০২:৪৩ পিএম

একরামুল হক, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জের চকনুর বাজার এলাকায় গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের একটি বড় অংশ ধসে তিন ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, রাতে আলো কম থাকা এবং বর্ষায় পানি জমলে গর্তটি বোঝা কঠিন হয়ে পড়ে, যা বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। তাঁদের অভিযোগ, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কের ভিত্তি দুর্বল হয়ে এই অবস্থা তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী জানান, দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

সওজের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন, ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করা হয়েছে, নকশা প্রক্রিয়াধীন এবং শিগগিরই সংস্কার কাজ শুরু হবে।

ঝুঁকিতে থাকা স্থানীয়দের একটাই দাবি, "আর দেরি নয়, দ্রুত সড়কটি সংস্কার করা হোক।"

Advertisement

Link copied!