নালিতাবাড়ী থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী গ্রেফতার

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:২২ পিএম

এন এইচ নয়ন, নালিতাবাড়ী: শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক কয়েদীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

র‍্যাব সূত্রে জানা যায়, স্পেশাল ট্রাইবুনাল মামলা নং-১৪/২২-এর সাজাপ্রাপ্ত জেল পলাতক কয়েদী নং-৮০০৭/এ মো: আমির হোসেন (৪৭), পিতা—জয়নাল আবেদীন, সাং—কালাকুমা, থানা—নালিতাবাড়ী, জেলা—শেরপুর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে র‍্যাবের একটি আভিযানিক দল গত শনিবার ৬ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাত সাড়ে ৯টার দিকে নালিতাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী মো: আমির হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত ওই পলাতক কয়েদীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!