দীর্ঘ ৩ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি শুরু হলো পেঁয়াজ।

মোঃ তাহাকিক হাসান , হিলি (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৬ পিএম

দীর্ঘ ৩ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আজ রবিবার (৭ ডিসেম্বর) পেঁয়াজ আমদানি শুরু হলো। পেঁয়াজ আমদানির খবর বলা যায় যে অনেকটা ম্যাজিকের মতো কাজ করেছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের বাজারে। রাতারাতি কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে এসেছে পেঁয়াজের দাম।

গতকাল সরকারের তরফ থেকে আমদানি নিয়ন্ত্রণ সংস্থা একটি  বিজ্ঞপ্তি জারি করেন।

আজ সকাল ১০ টা আইপির অনুমোদনের সার্ভার খুলে দেয়। আজকে হিলি স্থলবন্দরের ৩ জন ব্যবসায়ী ৩ টি  আইপি পার্মিট পেয়েছে। 

যার মধ্যে একটি পেঁয়াজ বোঝায় ট্রাক হিলি স্থল বন্দর দিয়ে প্রবেশ করেছে আজ।

মেসার্স রকি ট্রেডার্স নামে একটি আমদানি কারক প্রতিষ্ঠানের আজ রবিবার ৭ ডিসেম্বর বিকেল ৪ টায় একটি পেঁয়াজ বোঝায় ট্রাক বাংলাদেশ প্রবেশ করে। এই গাড়িতে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আছে বলে জানায় আমদানিকরাক প্রতিষ্ঠানটি।

Advertisement

Link copied!