পেকুয়ায় এক দিন ব্যাপী বাগদা চিংড়ি চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এইচ, এম শহীদুল ইসলাম , পেকুয়া (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৯ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলা মৎস্য দপ্তর কর্তৃক আয়োজিত এক দিন ব্যাপী বাগদা চিংড়ি চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ ডিসেম্বর (রবিবার) পেকুয়া উপজেলা হল রুমে আয়োজিত ২০২৫/২৬ অর্থ রাজস্ব বাজেটের আওতায় বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা শীর্ষক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বাগদা চিংড়ির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন চিংড়ি চাষী এ প্রশিক্ষণে অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রশিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন।

বাগদা চিংড়ি চাষের প্রশিক্ষণ কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয়(কুমিল্লা) মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ আনোয়ার হোসেন।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম মাহাবুব ও পেকুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন।

অংশগ্রহণকারী চিংড়ি চাষীরা আগামীতে তাদের চিংড়ি খামারে চাষ ব্যবস্থাপনার ক্ষেত্রে নুতন এ পদ্ধতিতে গ্রহণ করতে আশাবাদী।পেকুয়া উপকূলীয় এলাকা থেকে বাগদা চিংড়ি নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চিংড়ি চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে। আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণ নিয়ে উপকূলীয় এলাকার চিংড়ি চাষীরা পরিবেশের ভারসাম্য বজায় রেখে অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রশিক্ষকরা।

চিংড়ি চাষের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী সহ উপজেলার মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!