এনায়েতপুরে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

মাহমুদুল হাসান , পাথরঘাটা (বরগুনা) সংবাদাতা

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩৩ পিএম

শনিবার  (৬ ডিসেম্বর) বিকেলে এনায়েতপুর থানার জাতীয়তাবাদী  মহিলা দলের  সমাবেশ  খামারগ্রাম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা  বিএনপির উপদেষ্টা আলহাজ্ব মোঃ  সাইদুল ইসলাম, সমাবেশ সঞ্চালনায় ছিলেন এনায়েতপুর থানা বিএনপির এম এ কাসেম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন : রাজশাহী বিভাগীয়  বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ও সিরাজগঞ্জ  ০৫ আসনের এমপি মনোনীত পদপ্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, আমি যদি এমপি হই আপনাদের পাওনা এনায়েতপুরে ৫০ হাজার  ফ্যামেলী কার্ড আমি নিজ পায়ে হেঁটে প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দেবো। ইনশাল্লাহ

আজকে যে নারীরা শিক্ষিত হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে নারীদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে  ও  প্রাইমারি স্কুল গুলোতে ৬০ % নারী শিক্ষিকা নিয়োগ দেয়া হয়েছে  এ সকল অবদান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।

বিশেষ অতিথির বক্তব্যে  ছিলেন মহিলা দলের সদস্য সচিব মোছাঃ নাজমা খাতুন, আহ্বায়ক মোছাঃ শিউলি আক্তার, যুগ্ম আহ্বায়ক শেফালী খাতুন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু সিকদার, এনায়েতপুর থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান, এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ, সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের  সভাপতি মীর আকিব হোসেন , খামারগ্রাম ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ শাহিন রেজা প্রমূখ।

Advertisement

Link copied!