গাজীপুর সিটি করপোরেশনের নাগরিকসেবা দ্রুত, সহজ ও সম্পূর্ণ ডিজিটাল করতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একাধিক যুগান্তকারী ঘোষণা দিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
রোববার সকাল ১১টায় সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি জানান—দীর্ঘদিন ধরে স্থবির থাকা জয়দেবপুর রেলওয়ে ফ্লাইওভার নির্মাণের কাজ খুব শিগগিরই শুরু হচ্ছে। এই ফ্লাইওভার চালু হলে নগরীর বহুল প্রত্যাশিত যানজট নিরসনে বড় পরিবর্তন আসবে। বর্জ্য সংকট সমাধানে আধুনিক প্রক্রিয়াজাতকরণ, উন্নত ডাম্পিং ব্যবস্থা ও
ওয়ার্ডভিত্তিক সংগ্রহে গুণগত পরিবর্তনের পরিকল্পনা তুলে ধরে সিইও বলেন, শহরবাসী খুব দ্রুতই এর সুফল পাবেন। তথ্যপ্রবাহ সহজীকরণের অংশ হিসেবে সাংবাদিকদের জন্য একটি অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ চালুর ঘোষণাও দেন তিনি। সভায় গাজীপুরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল হাসান নগরীর ড্রেনেজ, রাস্তা সংস্কার, তথ্যসহযোগিতা ও নাগরিকসেবার
বিভিন্ন দিক তুলে ধরেন। তাদের মতামতকে স্বাগত জানিয়ে সিইও বলেন—গাজীপুরের উন্নয়ন গণমাধ্যমের সহযোগিতায় আরও গতিশীল হবে।সভা শেষে উপস্থিতরা বলেন—এই মতবিনিময় সাংবাদিক–প্রশাসন সম্পর্ককে নতুন আস্থা ও সমন্বয়ের পথে এগিয়ে নিল।
আপনার মতামত লিখুন :