শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২৫ পূর্বাহ্ন

আপডেট
দীর্ঘ ২৭ দিনের ছুটি পাচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা

দীর্ঘ ২৭ দিনের ছুটি পাচ্ছে সাত কলেজের শিক্ষার্থীরা

জাহিদ হাসান, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে দীর্ঘ ২৭ দিন ক্লাস ছুটি পাচ্ছে।আজ  ২৪ মার্চ ২০২৪ খ্রি. (রবিবার) কলেজসমূহ তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ ছুটি ঘোষণা করেন।

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ আজ রবিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, আগামীকাল ২৫.০৩.২০২৪ হতে আগামী ১৮.০৪.২০২৪ তারিখ পর্যন্ত যথাক্রমে পবিত্র রমজান, দোলযাত্র, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ইস্টার সানডে, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর, ঈদ-উল-ফিতর, বৈসাবি ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব, বাংলা নববর্ষ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে কলেজের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে।

আগামী  ২১.০৪.২০২৪ তারিখ হতে কলেজের স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চলবে। উল্লেখ্য, সরকারি বন্ধ ও সাপ্তাহিক ছুটি ব্যতিত অন্যান্য দিন অফিস ও বিভাগীয় কার্যক্রম যথারীতি চালু থাকবে।” এদিকে লম্বা ছুটি পেয়ে শিক্ষার্থীরা বেশ আনন্দিত। অত্র কলেজের রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মারিয়া বলেন, “টিউশনি করাচ্ছি তাই এত দ্রুত বাড়ি যাওয়া হবে না। তবে রোজা থেকে ক্লাস করা কিছুটা কষ্টকর, সেদিক থেকে বলতে গেলে দ্রুত ছুটি পেয়ে ভালোই হয়েছে।” রাষ্টবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী ফাহিম বলেন, “এতদিন ছুটি পেয়ে বেশি ভালো লাগছে। তবে ঈদের পরেই আমাদের ইনকোর্স পরীক্ষা আছে। ঈদের খুশিতে পরীক্ষার কথা ভুলে গেলে চলবে না। সবার ঈদ ভালো কাটুক।”

ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শান্ত জানায়, “অনার্স জীবনে এই প্রথম ঈদে এতদিন ছুটি পেলাম। প্রায় এক মাস পরিবারের সাথে কাটাতে পারবো ভাবতেই আমার আনন্দের বাধ ভেঙে যাচ্ছে। পড়াশোনা শেষে চাকরি জীবনে ব্যস্ত হয়ে পড়লে আর কখনো এতদিন পরিবারের সাথে কাটানোর সুযোগ হবে কিনা জানিনা তাই এবারের সুযোগটা হাতছাড়া করবো না আজকেই বাড়ি চলে যাবো।” অধিভুক্ত সাত কলেজের উক্ত ছুটি আগামীকাল ২৫ মার্চ ২০২৪ খ্রি. (সোমবার) থেকে শুরু হয়ে আগামী ২১ এপ্রিল ২০২৪ খ্রি. (রবিবার) যথারীতি শ্রেণী কার্যক্রম চালু হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |