শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:৪০ অপরাহ্ন

দেশে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত

দেশে বেড়েছে করোনায় মৃত্যু ও শনাক্ত

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩৮৭ জন এবং সুস্থ হয়েছেন ৬৯৩ জন। আজ মঙ্গলবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে এখন পর্যন্ত ১৯ লাখ ৪৪ হাজার ১১৪ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এছাড়াও আক্রান্ত হয়েছেন মোট ২০ লাখ ৫ হাজার ৯৯৩ জন। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৯৫ জনের।

২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৮টি। আগের কিছু মিলে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ১৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭২ শতাংশ। মহামারির শুরু থেকে দেশে এ পর্যন্ত মোট এক কোটি ৪৬ লাখ ১৯ হাজার ৬০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |