শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ :
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান (পিপিএম-সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে প্রতিদিন নিয়মিত অভিযান চালিয়ে আসছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১২ আগস্ট ২০২২) তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এরই মাঝে এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন দিঘারকান্দা ফিসারীর মোড়স্থ ধৃত আসামী মোঃ আরিফ(২৮)এর বাসার নিচতলা হইতে মাদক ব্যবসায়ী মোঃ আরিফ(২৮), পিতা-মোঃ লিয়াকত আলী, সাং-দিঘারকান্দা ফিসারী মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১৫(পনের)পিস ইয়াবা ট্যাবলেট, যাহার ওজন ১.৫(এক দশমিক পাঁচ)গ্রাম উদ্ধার করা হয়।
অন্যদিকে এসআই (নিঃ) হারুনুর রশীদ এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন নিমতলা সাকিনস্থ জনৈক ফারুক(৪৭), পিতামৃতঃ মওলানা আব্দুল জব্বার এর সার-বিষের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর মাদক ব্যবসায়ী নিয়ামত আলী(৫১), পিতামৃতঃ মকবুল, সাং-বিরাশি মাঝ বন্ড (আন্দারের পাড়া), থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে ১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়াও এসআই (নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন ছোট বাজার এলাকা হইতে চুরি মামলায় সন্দিগ্ধ আসামী হিসাবে আলাউদ্দিন(৩৫), পিতামৃতঃ আল বসির, সাং-খাগডহর ঘুন্টি, মোঃ আলামিন(২৫), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-মালগুদাম (মসজিদ সংলগ্ন), উভয় থানা: কোতোয়ালী, জেলা: ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এ ছাড়াও এসআই (নিঃ) মেহেদী হাসান ০১টি জিআর বডি এবং এসআই (নিঃ) আবুল কাশেম ০১টি সিআর বডি তামিল করেন,জিআর পরোয়ানাভূক্ত আসামী ০১ জন। মোঃ কামাল আহম্মেদ, পিতা-মোঃ সরাফ আলী, সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ,সিআর পরোয়ানাভূক্ত আসামী ০১ জন, শরীফ ওরফে নূরী, পিতা-সৈয়দ গোলাম শরীফ, সাং-১৬, সারদা ঘোষ রোড, নওমহল, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।