খাইরুল ইসলাম .গোপালপুর
টাংগাইলের গোপালপুর উপজেলার নানা কর্মসূচির মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস পালিত হয়।
সোমবার সকালে গোপালপুর পৌরশহরের স্বাধীনতা কমপ্লেক্স চিরজীব মুজিবে পুষ্পস্তবক অর্পণ করা হয় ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ পারভেজ মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাংগাইল (২) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব তানভীর হাসান ছোট মনির।
আরো উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা চেয়ারম্যান জনাব ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু, গোপালপুর পৌরসভা মেয়র জনাব রকিবুল ইসলাম ছানা, গোপালপুর সাকেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা, গোপালপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, গোপালপুর উপজেলা প্রসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও বীর মুক্তি যোদ্ধা এডভোকেট শামছুল আলম প্রমুখ।