সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে পুকুরপাড় মহল্লায় অবস্থিত মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ টি পদে নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার ল্যাব এ্যাসিষ্ট্যান, নৈশপ্রহরী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
শুক্রবার দুপুর দুই ঘটিকায় যোগ্যতা যাচাইয়ের জন্য নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ নিয়োগ পরীক্ষায় ৪টি পদের বিপরিতে ২১ জন প্রার্থী অংশগ্রহণ করে,, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা শেষে যাচাই-বাছাই এর পর কম্পিউটার ল্যাবে মুশফিকুর রহমান, নৈশপ্রহরী সবুজ আহমেদ সুমন, নিরাপত্তা কর্মী পদে মোঃ রজব আলী ও আয়া পদে মোছাঃ জিনিয়া পারভিন নিয়োগে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হন।
এ নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদত হোসেন, ডিজির প্রতিনিধি কাজীপুর আলহাজ্ব মঞ্জিল উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম, বিদ্যালয়ের সভাপতি মনিরুল গণি চৌধুরী শুভ্র, প্রধান শিক্ষক ইকবাল হোসেন চৌধুরী মিঠু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও যুগ্নীদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবী নেওয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।