বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক

ঝিনাইগাতীতে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক

শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন, নারী ও শিশু পাচার, যৌতুক, যৌন হয়রানি, মাদক, ইভটিজিং, সুদের ব্যবসা, করোনা ভাইরাস প্রতিরোধ ও আইনী সহায়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার ধানশাইল বাজারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যায়ের উদ্যোগে এ বিশেষ উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ।

এতে ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, থানার উপ-পরিদর্শক (এসআই) রোকসানা, ফরিদ উদ্দিন প্রমুখ। এতে ধানশাইল ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় শিক্ষক, ইমাম, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |