নেত্রকোনা প্রতিনিধি “
যুব সমাজকে মাদক মুক্ত রাখতে নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার ফকিরের বাজার এলাকায় মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ফকির আশরাফ ডিগ্রি কলেজ মাঠে বড়ুইতলা একাদশ বনাম চাকুয়া একাদশের মাঝে ফকির অর্নব শাহ মিনি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজ সেবক ফকির অর্ণব শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম রাজু।
ফুটবল টুনামেন্টের ফাইনালে বড়ুইতলা একাদশ বনাম চাকুয়া একাদশ এর মধ্যে প্রতিযোগিতামূলক খেলা শেষে, চাকুয়া একাদশ বিজয়ী হয়। পরে বিজয়ী ও খেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
খেলার প্রধান অতিথি ফকির অর্ণব শাহ বলেন সমাজের যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই আরও বেশি বেশি এমন খেলার আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি আহবান জানান।