বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

মোঃ রুবেল, ময়মনসিংহঃ
আজ ২৪শে আগষ্ট ২০২২ইং তারিখে ময়মনসিংহ জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের পক্ষ হতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে বদলিজনিত বিদায় সংবর্ধনা জানানো হয়।
 ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
 বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ সুপার অত্র জেলায় কর্মকালে তাকে সহায়তা করার জন্য সকল অফিসার-ফোর্সকে ধন্যবাদ জানান। উপস্থিত পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও তার সুস্বাস্থ্য কামনা করেন। উল্লেখ্য, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা সম্প্রতি বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন। সরকার তাকে বাংলাদেশ পুলিশের মর্যাদাপূর্ণ ইউনিট বিশেষ শাখা (এসবি), ঢাকায় পদায়ন করেছে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |