কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১১টায় আগস্ট/২০২২ এর মাসিক আইন শৃংখলা সভা কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট )
আইন শৃংখলা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মোঃ মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন পিপিএম, কেন্দুয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ বজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম জিলানী, মাসকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুস ছালাম বাঙ্গালী, গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ, কেন্দুয়া উপজেলা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম, মোঃ মুজিবুর রহমান,কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুন প্রমূখ ।
মাদক, সন্ত্রাস, জুয়া, বাল্যবিবাহ রোধে মাসিক আইন শৃংখলা সভায় যারা উপস্থিত আছেন, সকলেই যদি একমত পোষন করেন, সামাজিক ভাবে ঐক্যমত হন, তাহলেই কেবল কেন্দুয়া থেকে মাদক, জুয়া সন্ত্রাস, বাল্যবিবাহ থাকবে না বলে শতভাগ নিশ্চয়তা প্রদান করেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
মাসিক আইন শৃংখলা কমিটির সভায় গত জুলাই /২০২২ এর রিপোর্ট পেশ করে কেন্দুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী হোসেন পিপিএম বলেন, জুলাই /২০২২ থেকে আগস্ট / ২০২২ এ আইন শৃংখলার উন্নতি মোটামুটি ভাল। তবে আগামীতে সকলের সহযোগিতা পেলে আইন শৃংখলা পরিস্থিতি আরো উন্নতি হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিজুল ইসলাম, কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বকুল, আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মন্জুর আলী, গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম আকন্দ কল্যান, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সারোয়ার জাহান কাওসার, রোয়াইলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ভূইয়া, কেন্দুয়া উপজেলা শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) তাসলিমা বেগম লিপি, কেন্দুয়া উপজেলা ক্রীড়া সম্পাদক মোঃ আশরাফ উদ্দিন ভূইয়া, কেন্দুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনা আক্তার, কেন্দুয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি দুলাল কান্তি চৌধুরী , কেন্দুয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও কেন্দুয়া সমকাল প্রতিনিধি সমরেন্দ্র বিশ্বশর্মা, উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ,স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সুধীজন।