নেত্রকোণা প্রতিনিধি ঃ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) চোরাচালান বিরোধী টাস্কফোর্সের মাধ্যমে অভিযান পরিচালনা করে সীমান্তে ৮৮,১২,৮০০/- টাকার বিপুল পরিমান সুপারী জব্দ করেছে।
আজ সোমবার নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে ৩১বিজিবির অধিনায়ক এ এস এম জাকারিয়া জানান, সদর দপ্তর বিজিবি, ঢাকা এর নির্দেশনার আলোকে ২৮ আগস্ট ও ২৯ আগস্ট রাতে পৃথক পৃথক অভিযানে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপির(বর্ডার আউট পোস্ট) দায়িত্বপূর্ণ এলাকায় ৫নং লেংগুড়া ইউনিয়নের ‘কালাপানি ও কাঠালবাড়ী’নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯,৫৮৪ কেজি বাংলাদেশী সুপারী জব্দ করা হয়।যার সিজার মূল্য ৮৮,১২,৮০০/- (আটাশি লক্ষ বার হাজার আটশত) টাকা । জব্দকৃত সুপারী নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।
টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম।এ সময় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’ র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি, সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম, লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ কামরুল ইসলামসহ ২৩ জন বিজিবি সদস্য এবং কলামাকান্দা থানার এসআই মোঃ লাবলু হোসেন ও ০৪ জন পুলিশ সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।