শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন

আপডেট
‘বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছে অন্তর্বর্তী সরকার’ হেনরী দম্পতি আবারো রিমান্ডে, কারাবাসের ৩১ দিনের ২০ দিনই রিমান্ডে টেকসই উন্নয়ন নিশ্চিতে সমবায় ভিত্তিক সমাজ গড়ার বিকল্প নেই : রাষ্ট্রপতি কাকরাইলসহ আশপাশের এলাকায় শনিবার সভা-সমাবেশ নিষিদ্ধ ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে নিয়োগ প্রথম দিনের কার্যক্রম যাচাইকরণে ডিআইজি হালুয়াঘাট-ধোবাউড়া সীমান্ত পার হতে ১০ লাখ টাকার চুক্তি মেঘনায় প্রধান শিক্ষিকাকে বিদায় সংবর্ধনা দিলেন শেখেরগাঁও সমাজ সেবা নাগরিক ফোরাম ১ম বার গণতান্ত্রিক পদ্ধতিতে চবির নেত্রকোনা স্টুডেন্ট’স এসোসিয়েশনের নির্বাচন ঈশ্বরগঞ্জে জাতীয় যুব দিবস পালিত শীতের আগমনে নীলফামারীতে লেপ-তোশক তৈরির হিড়িক
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)র  অভিযানে বিপুল পরিমাণ সুপারী জব্দ

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)র  অভিযানে বিপুল পরিমাণ সুপারী জব্দ

নেত্রকোণা প্রতিনিধি ঃ
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ ‍বিজিবি) চোরাচালান বিরোধী টাস্কফোর্সের মাধ্যমে  অভিযান পরিচালনা করে  সীমান্তে ৮৮,১২,৮০০/- টাকার বিপুল পরিমান সুপারী জব্দ করেছে।
আজ সোমবার নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো  এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে  এ তথ্য নিশ্চিত করেছেন।
 বিজ্ঞপ্তিতে ৩১বিজিবির অধিনায়ক এ এস এম জাকারিয়া জানান, সদর দপ্তর বিজিবি, ঢাকা এর নির্দেশনার আলোকে ২৮ আগস্ট ও ২৯ আগস্ট রাতে পৃথক পৃথক অভিযানে    নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ লেংগুড়া বিওপির(বর্ডার আউট পোস্ট)  দায়িত্বপূর্ণ এলাকায় ৫নং লেংগুড়া ইউনিয়নের ‘কালাপানি ও কাঠালবাড়ী’নামক স্থানে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯,৫৮৪ কেজি বাংলাদেশী সুপারী জব্দ করা হয়।যার সিজার মূল্য ৮৮,১২,৮০০/- (আটাশি লক্ষ বার হাজার আটশত) টাকা । জব্দকৃত সুপারী নেত্রকোণা কাষ্টমস্ অফিসে জমা করা হবে।
টাস্কফোর্সের অভিযানে নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম।এ সময় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’ র   অধিনায়ক লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া, পিএসসি,  সহকারী পরিচালক মোঃ মমিনুল ইসলাম, লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ কামরুল ইসলামসহ ২৩ জন বিজিবি সদস্য এবং কলামাকান্দা থানার এসআই মোঃ লাবলু হোসেন ও ০৪ জন পুলিশ সদস্য অভিযানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |