শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

ভূঞাপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ভূঞাপুরে তিন মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আমিনুল ইসলাম, ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক ব্যবসার অপরাধে তিন ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত তাদেরকে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- উপজেলার ফসলান্দি গ্রামের হাবিবুর রহমানের ছেলে আঃ কাদের (৩২), বাহাদীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মাইনুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের বাবুর ছেলে স্বপন (৩০)

জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভূঞাপুর উপজেলা পরিষদ এলাকায় আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন ডরমেটরির পেছনে হেরোইন বিক্রির সময় ৫ পুরিয়া হেরোইনসহ হাতেনাতে আটক করে আনসার ও ভিডিপি সদস্যরা। এরপর তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে আটককৃত প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত বলেন, ভূঞাপুরকে মাদকমুক্ত করতে আমাদের এ অভিযান। মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |