বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

আপডেট
আশুলিয়ায় ৫ শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় ৫ শতাধিক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক সাভার:

আশুলিয়ায় অবৈধভাবে দেওয়া প্রায় ৫ শতাধিক আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানি কতৃপক্ষ (তিতাস)।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার ধনাইদ,গোরাট ও ইউসুফ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব সংযোগ বিচ্ছিন্ন করেন সাভার তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিসট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
এসময় তিনি বলেন,এই এলাকায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্নের পর একটি অসাধু চক্র আবারও নিম্ন মানের পাইপ ও ফিটিংস ব্যবহার করে সংযোগ প্রদান করেন। খবর পেয়ে আজ আবার অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই কিলোমিটার স্থানে ৫ শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে পাইপ,রাইজারসহ বিভিন্ন ফিটিংস।
তিনি বলেন,আমরা সংযোগ প্রদানকারিদের শনাক্তের চেষ্টা করছি। শনাক্ত করে যাচাই বাছাই করে তাদের আইনের আওতায় আনা হবে।
এসময় উপস্থিত ছিলেন,সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক আব্দুল মান্নান,  আনিসুর রহমান, আসওয়াদ,সুমন দাস ও রাজু আহমেদসহ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |