নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় রিফাত(৩)নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।মঙ্গলবার দুপুর বারোটার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের নান্দাইল তাড়াইল আঞ্চলিক সড়কে দরিল্লা নামক বাজারে এই ঘটনা ঘটে । নিহত রিফাত একই ইউনিয়নের বড়াইল গ্রামের শরিফ মিয়ার পুত্র।
স্থানীয়রা জানান, শরিফের বড় ছেলে লালন মিয়া (৭) বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ। আজ এগারোটার দিকে শরিফ ও তার স্ত্রী লালনকে উন্নত চিকিৎসার করাতে ঢাকা নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে অটোরিকশা করে নান্দাইল চৌরাস্তার দিকে যাচ্ছিল। তাদের সাথে ছিল ছোট ছেলে রিফাত। বাড়ি দুই কিলোমিটার দূরে দরিল্লা নামক বাজারে আসতেই বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে সজোরে ধাক্কা দিলে।অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
এতে অটোরিকশার অবস্থান করা সকলেই ছিটকে পড়ে যায়। তার মধ্যে শিশু রিফাত ঘটনাস্থলেই নিহত হয়। আহত দুইজন তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন