বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন
নেত্রকোণায় ৪৪তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে শহরের ছোটবাজারস্থ দলীয় কর্মীরা আসায় কার্যালয়ের সামনের এলে শহরের প্রধান সড়ক বন্ধ হয়ে যায়।
পরে প্রধান সড়ক ফাঁকা করতে গিয়ে পুলিশের সাথে বিএনপির কর্মীদের সংঘর্ষ বাঁধে যায়। এতে করে সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল সহ ১২ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর শহরের ছোটবাজার এলাকায় বিএনপি দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এই ঘটনাটি ঘটেছে।
মডেল থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার শাকের আহমেদ জানান, বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সময় বিভিন্ন স্থান থেকে আসা কর্মীরা সড়ক বন্ধ করে রাখে। এতে যানবাহনসহ জনগণের চলাচল বন্ধ হয়ে যায়। এসময় পুলিশ এসে সড়ক ফাঁকা করতে চাইলে পুলিশের উপর হামলা চালায় বিএনপি কর্মীরা।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেলসহ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এদিকে আহত পুলিশ সদস্যরা প্রথমিক চিকিৎসা শেষে চলে যায়।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।