শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

আপডেট
কুলিয়ারচরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রধান উপদেষ্টার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক মহানবী(সা.)কে নিয়ে কটুক্তি করায় গোয়ালন্দে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নবীনগরে লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, মিলেছিলেন প্রাণের বন্ধনে গাজীপুর খাঁন সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ‘৯২ ব্যাচ’ সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র ৭ দিনের রিমান্ডে ৩ দিনের রিমান্ডে কৃষকলীগ সভাপতি সমীর চন্দ মিরসরাইয়ের রুপসী ঝরনায় ডুবে দুই পর্যটকের মৃত্যু ইবির পাখিচত্বরের বৈচিত্র্য ফেরাতে অভয়ারণ্যের উদ্যোগ জয়পুরহাটে সাবেক পৌর কাউন্সলির জাকরি হোসনে সহ গ্রেফতার ৪
ঝিনাইগাতীতে বাসে যুব উন্নয়নের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

ঝিনাইগাতীতে বাসে যুব উন্নয়নের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে বেকার যুবক ও নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, স্বাবলম্বী ও আত্মকর্মী হিসেবে গড়ে তুলতে কম্পিউটার ও মৎস্য চাষে প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। গতকাল প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের আহŸান জানান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অফ বাংলাদেশ (টেকাব- ২য় পর্যায়)’ শীর্ষক কারিগরি সহায়তায় ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বরে বাসে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ২ মাস ব্যাপী চারটি শিফটে ৪০ জন নারী-পুরুষকে কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। অপরদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ১ মাস ব্যাপী ২৫ জনকে মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।

সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদফতর শেরপুরের উপপরিচালক মো. নুরুজ্জামান। এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতি:দা) মো. হামিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব ইলাহী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লাইলী বেগম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এএসএম কাউসার, মো. তোফাজ্জল হোসেন, মৎস্য প্রশিক্ষক মো. ছাইদুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম এবং রাকিবুল ইসলাম প্রমুখ।

কম্পিউটার প্রশিক্ষণার্থী মো. সোহেল রানা বলেন, যুব উন্নয়নের এমন উদ্যোগে বেশ খুশি তারা। বিনা পয়সায় কম্পিউটারের প্রশিক্ষণ পাচ্ছেন। প্রশিক্ষণ শেষে সনদসহ বিভিন্ন উপকরণ দেওয়া হবে। পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর হবে বলেও আশা তাদের। কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম বলেন, সরকার যুব উন্নয়ন অধিদফতরের মাধ্যমে শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এতে পিছিয়ে পড়া তরুণ-তরুণীরা প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী হতে পারবেন। যুব উন্নয়ন অধিদফতর শেরপুরের উপপরিচালক মো. নুরুজ্জামান জানান, প্রধানমন্ত্রীর ২০২১ ভিশন ও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তর করতে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষিতদের মধ্যে নতুন চেতনা আনতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। যা দিয়ে গ্রামের অবহেলিত যুবসমাজের বেকার সমস্যা দূরসহ প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |