শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

আপডেট
কারাগারে দুই কয়েদির মৃত্যু

কারাগারে দুই কয়েদির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে অসুস্থ হয়ে দুই কয়েদির মৃত্যু হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ব্যক্তিরা হলেন, মাদারীপুরের শিবচর থানার চর জানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন বেপারী (৪২) ও ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামামহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৬২)।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, দুই কয়েদিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবদুল জলিল জানান, আজ সোমবার সকাল ৮টার দিকে কয়েদি খোকন বেপারী কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকার রমনা থানার মাদকসহ পাঁচটি মামলার আসামি হিসেবে কারাগারে ছিলেন। গত ২০১৫ সালের ১০ মার্চ তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

তিনি আরও জানান, একই দিন কয়েদি আবু বকর সিদ্দিক কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে একই হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের চিকিৎসক বেলা পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |