বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নামে একজন ট্রাকচালক ও আহাদ মিয়া (২৭) নামে ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাধবপুরে অবস্থিত বাদশাহ কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মিয়া ও আহাদ মিয়া দু’জনই যশোর জেলার বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, সিলেট থেকে ঢাকাগামী বালুবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মুরগী বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, তাদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি জব্দ করেছে।