বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৮ অপরাহ্ন

জন্মদিনের গিফট অন্যকিছু না দিয়ে সি সি ক্যামেরা দিন: এএসপি ফারজানা

জন্মদিনের গিফট অন্যকিছু না দিয়ে সি সি ক্যামেরা দিন: এএসপি ফারজানা

নিজস্ব প্রতিবেদক:
‘আপনি জনপ্রতিনিধি, ব্যাবসায়ী, স্কুলের প্রধান শিক্ষক কলেজের অধ্যক্ষ, প্রবাসী। প্লীজ, সিসিটিভি ক্যামেরা লাগান, স্পনসর করেন, উদ্বুদ্ধ করেন। সিসিটিভি ক্যামেরা এখন অনেক সহজলভ্য। জন্মদিনের গিফট অন্যকিছু না দিয়ে একটা সিসিটিভি ক্যামেরা দিয়ে দেন। গলির মুখে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কাভার করে, মেয়েদের স্কুলের রাস্তা কাভার করে, মাদ্রাসার সামনে, মন্দিরের চারপাশ কাভার করে-সব জায়গায়।

গত সোমবার কিশোর গ্যাং দমনে নিজ ফেসবুক ওয়ালে এমন স্টাটাস দিয়েছেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) নাদিয়া ফারহানা। জেলা পুলিশের একটি সুত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ফেনী জেলা পুলিশ কিশোর গ্যাং ডাটাবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য গণ্যমান্য ব্যাক্তিদের কাছে থেকে এলাকাভিত্তিক তথ্য নেওয়া হচ্ছে। তবে কেউ যদি কিশোর গ্যাং বেরিয়ে আসতে চাই তাহলে ডাটাবেজ থেকে তাদের নাম বাদ দেওয়া হবে। এ দায়িত্ব দেওয়া হয়েছে জেলার ছয়টি থানা ও নিজ এলাকার বিট অফিসারদের।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |