সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কামরুল হাসান রুবেল :

কোম্পানীগঞ্জ প্রতিনিধি নোয়াখালীর কোম্পানীগঞ্জে,বাল্য বিবাহ নিরোধ,মাদক প্রতিরোধ এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রণ বিষয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় ও স্থানীয় সরকার বিভাগ, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) আর্থিক সহযোগীতায় সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকতা মোঃ তরিকুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডাঃ মো: সেলিম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত এস এম মিজানুর রহমান প্রমূখ। প্রশিক্ষণে বাল্য বিবাহ কি,বার্য বিবাহের কুফল সমূহ কি কি,বাল্য বিবাহের কারণে স্বাস্থ্য এবং মানসিক অবস্থার ক্ষতিকারক দিক সমূহ আলোচনা, বাল্য বিবাহ নিরোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা,মাদকের কুফল সমূহ কি কি এবং,মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ নিয়ন্ত্রণে আমাদের করণীয় সমূহ বিষয়ে আলোচনা,মাদক প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |