বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

স্বামীর বিষ খাওয়া দেখে কেড়ে নিয়ে খেলেন স্ত্রীও

স্বামীর বিষ খাওয়া দেখে কেড়ে নিয়ে খেলেন স্ত্রীও

ঝিনাইদহের কালীগঞ্জে একই বোতলের বিষপানে স্বামী ও স্ত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। তারা হলেন উপজেলার বানুড়িয়া গ্রামের রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বানুড়িয়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশী সাজ্জাত হোসেন জানান, গত ১ বছর আগের রিয়ার সঙ্গে প্রেম করে বিয়ে করেন রিপন। কিন্তু রিয়ার পরিবার বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে মিন্টুর পরিবারে মনোমালিন্য চলছিল। এ ছাড়া সংসারে অভাবসহ নানা পারিবারিক কলহে আজ সকালে নিজ বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করেন। এ সময় তার স্ত্রী ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে বোতলে থাকা বাকি বিষ খেয়ে ফেলেন। পরে স্বামী স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুর রহিম মোল্ল্যা জানান, এ বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2025 Protidiner Kagoj |