সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫০ পূর্বাহ্ন

৫ দিনেও পরিচয় মিলেনি সেই অজ্ঞাত নারী লাশের

৫ দিনেও পরিচয় মিলেনি সেই অজ্ঞাত নারী লাশের

এম এ মান্নান

৫ দিনেও পরিচয় মিলেনি সেই অজ্ঞাত নারী লাশের। ময়মনসিংহের ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বওলা পূর্বপাড়া গ্রামের ফজলুর রহমানের বাড়ির দক্ষিণ পাশে একটি পারিবারিক কবরস্থানে এ লাশের সন্ধান মিলে।

লাশটি ঝোপঝাড়ের মধ্যে বস্তাবন্দী অবস্থায় ছিল। পরে পথচারীদের নাকে ওই লাশের গন্ধ লাগলে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়না তদন্তশেষে ১২ সেপ্টেম্বর রাত ১২টার দিকে ময়মনসিংহ থেকে তার লাশ এনে ফুলপুর আঞ্জুমান কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের বয়স আনুমানিক ২৮ বছর। জানা যায়, পঁচা, গলিত বস্তাবন্দী অবস্থায় লাশটি পাওয়া যায়। ওই নারীর পরনে ছিল গোলাপি রংয়ের সেলোয়ার, গায়ে ছিল সূতি ছাপা গোলাপি, কালো, বেগুনি ও কমলা মিশ্রণ রংয়ের কামিজ। গলায় গোলাপি রংয়ের ওড়না প্যাঁচানো ছিল। এ ব্যাপারে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশটি সনাক্ত করতে না পারায় এ ব্যাপারে পরবর্তী কার্যক্রমের জন্য আমরা সামনে এগুতে পারছি না। লাশটি যাতে সনাক্ত করা যায় সেজন্য ওসি সাংবাদিকদেরকে এ খবরটি ব্যাপক প্রচারের জন্য অনুরোধ জানান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |