নেত্রকোনা অফিস
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জনদুর্ভোগ কমাতে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার করছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে কেন্দুয়া- গৌরীপুর মেইন সড়ক দলপা ইউনিয়নের বেখৈরহাটী বাজার সংলগ্ন রাস্তা সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হওয়ায় রাস্তাটি সংস্কারের ব্যক্তিগত উদ্যোগ গ্রহণ করেছে।
রাস্তাটি সংস্কারের জন্য ব্যক্তিগত যারা উদ্যোগ গ্রহণ করেছে, তাদের মধ্যে স্থানীয় ইউপি.চেয়ারম্যান মোঃ শাহিন মিয়া, বেখৈরহাটি বাজারের নৈশ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমরান হাসান মাদেক, ব্যবসায়ী মোঃ রিপন মিয়া এবং মোঃ সাজারুল ইসলাম।
রাস্তা সংস্কার পর্যবেক্ষণ করার জন্যে সরেজমিনে খোঁজ খবর নিতে গেলে স্থানীয় এলাবাসীর জানান, এই রাস্তাটি কেন্দুয়া- গৌরিপুরের মেইন রাস্তা। রাস্তাটির বেহাল অবস্থা দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ তিন-চার জনের যৌথ প্রয়াসে রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। আশা করি অল্প দিনে কাজ শেষ হলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে মনে করেন স্থানীয় এলাকাবাসী।
এব্যাপারে রাস্তা সংস্কারের মেইন উদ্দোক্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহিন মিয়ার সাথে যোগাযোগ করা হল তিনি বলেন, এই রাস্তাটি কেন্দুয়া এবং গৌরিপুর সংযোগ সড়ক। এটি দুই উপজেলার প্রধান সড়ক। বেশ কিছুদিন যাবত রাস্তাটি বেহাল অবস্থা পরিলক্ষিত হয়। ইতিমধ্যে গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাস্তাটি পরিদর্শন করেন,কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী জালাল এবং তিনি দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য আশ্বস্ত করেন।
ব্যক্তিগত উদ্দোক্তার মধ্যে অন্যতম বেখৈরহাটি বাজারের নৈশ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমরান হাসান তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি বাজারের একজন ব্যবসায়ী। রাস্তাটির বেহাল অবস্থার দরুন সাধারণ মানুষের চলাচল খুবই দুর্বিষহ হয়ে পড়েছে পাশাপাশি ছোট-বড় যান্ত্রিকযান চলাফেরাতে এক্সিডেন্টের ঘটনা অহরহ ঘটছে।
ইউএনও স্যার পরিদর্শন করেছেন পাশাপাশি আমাদেরকে রাস্তাটা সংস্কারের ব্যাপারে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান।
রাস্তাটির দুর্ভোগের কথা চিন্তা করে সাধারণ মানুষের চলাচলের সাময়িক সুবিধার জন্য আমরা স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় রাস্তাটির সংস্কার করছি।