কেন্দুয়াতে আজ জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১.০০ ঘটিকায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলা অডিটোরিয়ামে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম শুভ জন্মদিন উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতেই কেন্দুয়া পৌরসভা প্রাঙ্গণ থেকে জননেতা অসীম কুমার উকিলের নেতৃত্বে আনন্দ শুভযাত্রাটি শুরু হয়ে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।পরে অডিটোরিয়ামে এক আলোচনা সভা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞার সভাপতিত্বে শুরু হয় এবং কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র আসাদুল হক ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেন্দুয়া আটপাড়ার মাননীয় সংসদ সদস্য বাবু অসীম কুমার উকিল বলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। যতদিন শেখ হাসিনার কাছে থাকবে দেশ, নিরাপদ বাংলাদেশ , নিরাপদ থাকব আমরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অসিত সরকার সজল, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক শামছুর রহমান লিটন, নেত্রকোনা সদর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ বিমল, জেলা আওয়ামীলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ার জাহান সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান অঞ্জন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঞা এবংং তাজুল ইসলাম তাজু প্রমুখ।
জননেত্রীর শুভ জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা কর্মী বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বারগণ, এলাকার সর্বস্তরের জনগণ এবং সাংবাদিক বৃন্দ।