সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ পূর্বাহ্ন
মোঃ নাঈমুজ্জামান নাঈম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ-২০২২ শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
মঙ্গলবার (৪ অক্টোবর, ২০২২ খ্রিঃ) দুপুর সাড়ে বারোটায় উপজেলা কৃষি কমপ্লেক্সের ভিতরে বিনামূল্যে উপজেলার ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি মাসকলাই বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ আদনান আখতার,
সহকারী কৃষি কর্মকর্তাগণ ও উপকার ভোগী কৃষক-কৃষাণি।