সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

ভূঞাপুরে ১৪জেলে কে অর্থদণ্ড 

ভূঞাপুরে ১৪জেলে কে অর্থদণ্ড 

আমিনুল ইসলাম,ভূঞাপুর:
নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলের ভূঞাপুুর উপজেলার যমুনা নদীতে ইলিশ ধরার অপরাধে ১৪জেলে কে ৫হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ সকালে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোছাঃ ইশরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা মৎস্য অফিসার সুদীপ ভট্টাচার্য, মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ, আইসি মোঃ ইউনুস মুন্সী ,সঙ্গীয় ফোর্স ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ি।  অর্থদণ্ড প্রাপ্তরা হলেন ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের শহিদ (৩৫), শাহআলম (৩০),  আঃ হাকিম (৩৫), আলিম উদ্দিন (৪৫), সাইফুল ইসলাম (৪০), হযরত আলী (১৮), মোঃ সাইফুল ইসলাম (৪০), মোঃ আলমগীর শেখ (১৮), জসিম(২০), মঞ্জুর আলী (১৮) মোঃ সুরুজ্জামান (৩৬), আঃ মজিদ (৩০), মোঃ কামরুল মন্ডল (৩০) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার মোঃ আব্দুল্লাহ (৩৪)।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ভূঞাপুর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ ধরতে যান জেলেরা। খবর পেয়ে বুধবার রাত থেকে ভোর পর্যন্ত উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। পরে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের এ অর্থদন্ড প্রদান করেন। এরপর প্রায় ২০হাজার মিটার জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় জব্দকৃত মা ইলিশ মাছ গুলো দেওয়া হয় একটি এতিমখানায়। এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোছাঃ ইশরাত জাহান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪জন জেলের প্রত্যেক কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর জব্দকৃত প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
ইলিশ প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে (৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) ২২ দিনের জন্য দেশের নদ-নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা চলছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |