বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ অপরাহ্ন
রংপুর প্রতিনিধি:
ইসলাম একটি শান্তি এবং কল্যাণের ধর্ম।মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তায়ালা যুগে যুগে অসংখ্য নবী-রাসূল পাঠিয়েছেন।এসকল নবী-রাসূলদেরকে গাইডবুক হিসেবে সহীফা ও কিতাব দিয়েছেন।এসব কিতাব সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ কিতাব হচ্ছে আল-কোরআন। পূর্ববর্তী কিতাবসমূহের উপরে ঈমান আনা এবং আল-কোরআনকে মেনে চলা মুসলিমদের উপরে আল্লাহ তায়ালা ফরজ করেছেন। আল-কোরআন এসেছে বিশ্ব মানবতাকে হিদায়াতের সঠিক পথের সন্ধান দেয়ার জন্য।আল্লাহ্ তায়ালা বলেছেন,রমযান মাস,যাতে কোরআন নাযিল করা হয়েছে মানুষের হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদের্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।
(সূরা আল-বাকারা-১৮৫) হিদায়াতের এই কিতাব আল -কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ২১শে অক্টোবর রোজ (শুক্রবার) বাদ আসর হইতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির আয়োজনে এবং পীরজাবাদ যুব সমাজের উদ্দ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান।বিশেষ বক্তা হিসেবে কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন,উত্তরবঙ্গের আলোরন সৃষ্টিকারী সংগীত শিল্পী মিডিয়া ব্যক্তিত্ব আল আকসা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা মোঃ আলিমুল ইসলাম আজাদী।
হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মানযুর,মুহতামিম হামিউস সুন্নাহ,তাবলীগ উলুম মাদ্রাসা পীরজাবাদ,রংপুর।হাফেজ ক্বারী নাজমুল হাসান সিদ্দিকী,লালমনিরহাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত সমাজ সচেতন মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা.রংপুর সিটি কর্পোরেশন রংপুর। বিশেষ অতিথি হিসেবে সমাজ সচেতন মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সফল সংগঠক ও রূপকার আন্তঃ নগর ট্রেন রংপুর এক্সপ্রেস আন্দোলন,রংপুর ব্যুরো প্রধান দৈনিক আমাদের সময় জনাব মোঃ ওয়াদুদ আলী।জনাব এম,কে হাসান লাট্টু সিনিয়র সহ-সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটির,রংপুর।জনাব মোঃ মামুনুর রশিদ বিপ্লব
সহ-সভাপতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি,রংপুর।জনাব মোঃ বেলায়েত হোসেন বাবু সাধারণ সম্পাদক,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি, রংপুর। জনাব মোঃ এজাজ আহমেদ সভাপতি,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি, রংপুর। জনাব মোঃ রাশেদ মিয়া দপ্তর সম্পাদক,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কমিটি,রংপুর। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন জনাব এ,কে,এম শামসুলজ্জোহা (বিপ্লব) সাধারণ সম্পাদক পীরজাবাদ বাইতুল আকসা আল জামে মসজিদ,মহানগর রংপুর।