আনোয়ারা প্রতিনিধিঃ
আনোয়ারা উপজেলায় বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান পরিচালনা করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় ১৫ দোকানীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় জয়কালি বাজার ও সৈয়দকুচাইয়া এলাকায় ১৫ দোকানীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে সব মার্কেট ও দোকানপাট বন্ধ নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়েছে। এসময় সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয় বলেও তিনি জানান।