সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না। তাদের সুপ্ত প্রতিভা বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডেও এগিয়ে আসতে হবে। তিনি আজ সকাল ১১টায় জেলা আধুনিক স্টেডিয়াম মাঠে নেত্রকোণা আদর্শ শিশু বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব মতিয়র রহমান খান, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান,
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মানিক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, বিদ্যালয়ের অধ্যক্ষ মাজহারুল ইসলাম, সহকারী শিক্ষক লিটন পন্ডিতসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। পরে অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।