বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন

আপডেট
কেন্দুয়ায় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিএনপিতে যোগদান

কেন্দুয়ায় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দের বিএনপিতে যোগদান

হানিফ উল্লাহ আকাশ: 

জাতীয় পার্টির ও আওয়ামী লীগ থেকে অর্ধশত তৃণমূল নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গত শনিবার রাত সাড়ে আটটায় দিকে কেন্দুয়া উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির, বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৮নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের অন্তত অর্ধশত নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন কর্মীদের ফুলের মালায় বরণ করেন কেন্দ্রীয় বিএনপি নেতা জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া (মজনু) পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আওয়ামীলীগ সরকারের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তাই এ দল ত্যাগ করে বিএনপিতে যোগদান করেছেন। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান প্রধান অতিথি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |