শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৪:০৯ অপরাহ্ন
শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক :
নিউইয়র্কের ব্রঙ্কসে সাবেক ছাত্রলীগের নেতা ও জেল সুপার নেছার আলম মুকুলের যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০শে অক্টোবর রবিবার ব্রঙ্কসের স্ট্রালিং বাংলাবাজারে গোল্ডেন প্যালেস পাটি হলে বৃহত্তর সিলেট আওয়ামী পরিবার যুক্তরাষ্ট্র আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সোহান আহমেদ টুটুল,মাহমুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কাজী কয়েছ।
বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি নেতা আব্দুস শহীদ,বীরমুক্তিযোদ্ধা মন্জুর আলম। বক্তব্য রাখেন শাহীন কামালী,অধ্যাপক সানাউল্লাহ,সাবেক ছাত্রনেতা তোজাম্মেল হোসেন,মোঃ রব্বানী চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নুরউদ্দিন,যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শেখ জামাল হোসেন,ব্রঙ্কস আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোশাইদ চৌধুরী,যুবলীগ নেতা রিটন সরকার।সভায় পবিত্র কোরআন তেলাওত করেন যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা জামাল বক্স উপস্তিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস আওয়ামী লীগ সভাপতি আব্দুল মুহিত প্রমূখ।সভার শুরুতে জেল সুপার নেছার আলম মুকুলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সবশেষে উপস্তিত সবাই নৈশভোজে আপ্যায়ন করা হয়।