সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পূর্বাহ্ন
মোঃ জাকারিয়া খান
টিভি খুললেই কয়েকদিন ধরে বিএনপির বন্ধুরা বলে বেড়াচ্ছে খেলা হবে। আমি বলি কোন খেলা হবে না। খেলবো কাদের সঙ্গে? তারেক জিয়া যিনি গ্রেনেড হামলার ১০ বছর সাজাপ্রাপ্ত আসামী পালিয়ে আছে লন্ডনে, খেলতে হলে লন্ডনে যাওয়া লাগবে। আরেকজন যিনি এতিমের টাকা আত্মসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামী বেগম খালেদা জিয়া। তাকেও শেখ হাসিনা করুণা করে বাসায় রেখেছেন। এমন সমালোচনা করলেন (ভাঙ্গা-সদরপুর- চরভদ্রাসনের) সাংসদ বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডেন্ট সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি। তিনি রবিবার সকালে ভাঙ্গা উপজেলার কলেজ পাড় এফ এম ডি রেজা উচ্চ-বিদ্যালয় শুভ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন,তাদের সঙ্গে আমাদের কোন খেলা নাই। যদি খেলতেই হয় তাহলে শেখ হাসিনার তো অনেক বড় ব্যাপার। আগে যুবলীগের সঙ্গে খেলতে আসেন। আপনাদের সঙ্গে খেলতে হলে আওয়ামী লীগ, ছাত্রলীগ লাগবেনা যুবলীগই যথেষ্ট। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, এবং রাজপথেই থাকবো। তাদের মধ্যে আরো কয়েকজন মহিলা আছে শামাওবায়েদ ও রুমিন ফারহানা তারাও বলে খেলা হবে। তাদের সঙ্গে আমাদের কোন খেলা নাই। প্রধান অতিথি আরো বলেন, প্রধানমন্ত্রী আছেন বলেই ভাঙ্গায় কোটি কোটি টাকার উন্নয়ন হচ্ছে এবং সামনেও হবে। যদি উন্নয়ন চান তাহলে শেখ হাসিনাকে ক্ষমতায় আনেন। তা না হলে আমি এক কোদাল মাটিও কাটতে পারব না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে যারা ভালবাসতেন প্রবীণ রাজনীতিবিদ তাদের মূল্যায়ন করতে আওয়ামী লীগ দিতে শিখেছে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু এআর ভুয়ার নামে আমরা একটি সেতুর নামকরণ করে মূল্যায়ন করেছি। আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শওকত আলী ফকিরের নামে কলেজ পরের সেতুর নামকরণ করেছি। সাবেক এমপি মরহুম ডাক্তার কাজী আবু ইউসুফের নামে স্টেডিয়ামের নামকরণের প্রস্তাব করেছি। এভাবেই আমরা মুরুব্বিদের সম্মান দেখাবো।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাঙ্গার জনপ্রিয় পৌর মেয়রএফ এম ডি রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহাদাত হোসেন, ও ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জিয়ারুল ইসলাম, ও ভাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধির চেয়ারম্যান গন। এ বিষয়ে ভাঙ্গা কলেজ পাড়ের কমিশনার মোহাম্মদ সাহেবআলী মাতুব্বর বলেন,৫০ শতাংশ জমির উপর আমাদের মেয়র মহোদয়ের নামে স্কুলটি নামকরণ করা হয়েছে।ইনশাআল্লাহ আগামী এক মাস পরে জানুয়ারী-২০২৩ থেকে আমরা ক্লাস শুরু করব। আমাদের স্কুলের দক্ষ ও মেধাবী শিক্ষকমন্ডলী নিয়োগ দেয়া হবে।