শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৪:১৬ পূর্বাহ্ন

আপডেট
চট্টগ্রামে পাচারের সময় পাঁচ বিরল প্রজাতির হনুমান উদ্ধার

চট্টগ্রামে পাচারের সময় পাঁচ বিরল প্রজাতির হনুমান উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: পাচারের সময় চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে বিরল প্রজাতির পাঁচটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ তিন পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মূলত চট্টগ্রামকে রুট হিসেবে ব্যবহার করে পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করা এসব দুর্লভ প্রাণী সীমান্তবর্তী এলাকা দিয়ে আন্তর্জাতিক পাচার সিন্ডিকেটের মাধ্যমে ইউরোপ-আমেরিকার মত দেশে পাচার হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার দুপুরে সিএমপি উপ-উপ পুলিশ কমিশনার দক্ষিণ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ।

আরও পড়ুন: জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বাকপ্রতিবন্ধী নারীর মৃত্যু

এ ঘটনায় আটক পাচারকারীরা হলেন- মো. সেলিম (৫৩), সালাউদ্দিন কাদের (৩৫) ও নুরুল কবির (৩১)।

এ ব্যাপারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাফিজুর রহমান শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, মুখপোড়া হনুমানগুলো আলী কদম থেকে সংগ্রহ করে পরে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। কক্সবাজারের শাপলাপুর এলাকা থেকে তা নিয়ে ঢাকায় অন্য একটি দলের কাছে হস্তান্তরের কথা ছিল আটকৃতদের।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি যে আটককৃতরা আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচার চক্রের সক্রিয় সদস্য।

উদ্ধার করা হনুমানগুলো বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ।

 

প্রতিদিনের কাগজ

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |