শামীমুর রহমান , নাঙ্গলকোট: কুমিল্লার নাঙ্গলকোটের আদ্রা উত্তর ইউনিয়নের দক্ষিণ শাকতলী গ্রামের পারিবারিক কলহের জেরে আলী আহমেদ মহাজন বাড়ির আব্দুল কাদেরের মেয়ে তানিয়া আক্তার তানজিনা(২০) নামে এক সন্তানের জননী ১৫ই নভেম্বর বুধবার সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করে।
জানা যায়, নিহত তানিয়া পৌরসভার নাওগোদা গ্রামের শহিদের ছেলে সোহাগের সাথে গত ৪বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এর পর থেকে সোহাগ তানিয়াকে শারিরীক ও মানসিক অত্যাচার করতো বলে অভিযোগ করেন নিহত তানিয়ার মা তাছলিমা বেগম, নিহত তানিয়ার দেড় বছরের জান্নাতুল ফেরদাউস নামে একটি কন্যা সন্তান রয়েছে।
মৃত্যুর আগে তানিয়া আক্তার তানজিনা একটি চিরকুটে লেখেন, আমি মরে গেলে আমার মরার পিছনে কেউ দায়ী নয়। আমি স্বেচ্ছায়,আত্মহত্যা করেছি। আমাকে মাটি দিবে চিটাগাং, আমাকে বাড়িতে মাটিদিবেন না, আমার মরার পরে কেউ কান্না করবেন না, আমি মরার পর চারজন মাটি দিবে তারা হল শহরের মানুষ, আমার মাটিদিবে রিদয়, আকরাম, রাজু ভাই, রকি ভাই,এরা চারজন আমাকে মাটিদিবে আর কেউ আমাকে মাটিদিবে না আমি বলে গেলাম। আমাকে পালকি করে নিয়ে যাবে, আমার কবরে প্রথম মাটি দিবে আমার বাবা, বাবার টাকা দিয়ে কাপড় কিনে আমাকে মাটি দিবে, ইতি তানজিনা, আমি মরে গেলাম আমাকে কেউ আর পিরে পাবে না। এ বিষয়ে নাঙ্গলকোট থানা তদন্ত কর্মকর্তা সাইফুল ইসলাম শিকদার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।