সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

হাতীবান্ধায় বড়খাতা ডিগ্রী কলেজের নবীন বরণ সম্মননা প্রদান ২০২৩

হাতীবান্ধায় বড়খাতা ডিগ্রী কলেজের নবীন বরণ সম্মননা প্রদান ২০২৩

নবীন

মোঃ জান্নাতুল নাঈম, হাতীবান্ধা:  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ডিগ্রী কলেজে আনুষ্ঠানিক ভাবে নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান -২০২৩ অনুষ্ঠিত হয়।   বুধবার ১৫ নভেম্বর  সকালে কলেজ মাঠ প্রাঙ্গণে গভর্নিং বডির সভাপতি ও উপজেলা  আওয়ামী লীগের সাধারন সম্পাদক, রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী মাহমুদুল হাসান সোহাগ এর সভাপতিত্বে উক্ত নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট (অব) মোঃ মোতাহার হোসেন এমপি। সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, লালমনিরহাট জেলা শাখা ও প্রতিষ্ঠাতা বড় খাতা কলেজ। বিশেষ অতিথি: জনাব মোঃ লিয়াকত হোসেন বাচ্চু, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, হাতীবান্ধা উপজেলা শাখা। জনাব মোঃ ছলিম উদ্দিন, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বড়খাতা ইউনিয়ন শাখা এবং অত্র কলেজের শিক্ষক ও ছাত্র-ছা্ত্রী বৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোহাম্মদ তারিকুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক সলিম উদ্দিন, মোজাম্মেল হোসেন তালুকদার,অধ্যক্ষ মোফাজ্জল হোসেন,গভনিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান সোনালী ব্যাংক হাতীবান্ধা শাখার ব্যবস্থাপক মতিউজ্জামান, স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নুর এ ইলাহী বকুল, হাতীবান্ধা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু প্রভাষক আঃ রাজ্জাক, শামিমা নাসরিন, ইফতেখারুল ইসলাম,মোখলেছার রহমান, জাহিদুল বারী, মোকিত, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে আতিকুল ইসলাম, বি এম কলেজের অধ্যক্ষ জাহিদ হাসান।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |