বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৫৯ অপরাহ্ন

আপডেট
ভৈরবে পাদুকা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের সার্টিফিকেট বিষয়ক কর্মশালা 

ভৈরবে পাদুকা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের সার্টিফিকেট বিষয়ক কর্মশালা 

পাদুকা

ভৈরব প্রতিনিধি :  ভৈরবে পাদুকা উৎপাদনকারী ক্ষুদ্র উদ্যোক্তাকে পরিবেশসম্মত টেকসই উদ্যোগে উন্নতিকরণ উপ-প্রকল্প ” এসইপি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা ও প্রকল্প সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৬ নভেম্বর, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম। পপির সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের (এসইপি) প্রজেক্ট ম্যানেজার মো. বাবুল হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, ভৈরব পাদুকা কারখানা মালিক সমবায় সমিতি সভাপতি মো: আলামিন, সাধারণ সম্পাদক মো: সবুজ মিয়া, পিও কারখানা মালিক বাহারুল আলম বাচ্চু প্রমুখ।

এছাড়াও দ্বিতীয় পর্বে সার্টিফিকেট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ট্রেইনার হিসেবে ছিলেন জিয়াউল হুদা হিমেল। কর্মশালায় ভৈরবের ৩৫জন পাদুকা কারখানা মালিক কর্মশালায় অংশ নেন। অনুষ্ঠানে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্টের অফিসার ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |