বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন

পাইকগাছায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

পাইকগাছায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

এম জালাল উদ্দীন,পাইকগাছা:  খুলনার পাইকগাছায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ ২৫–৩০ নভেম্বর উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।  “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” প্রতিপাদ্য’র আলোকে বৃহস্পতিবার সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন।
আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী ও শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, ওসি (তদন্ত) রঞ্জন কুমার গাইন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও কেএম আরিফুজ্জামান তুহিন, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পিআইও ইমরুল কায়েস।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন ও এমওএম পিএইচ ডাঃ শারমিন ফেরদৌস। পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার গাঙ্গুলী, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, এফপিআই এম এম আরিফুজ্জামান, হাবিবুর রহমান, জিএম জাহিদুর রহমান, জিয়াউর রহমান প্রমুখ।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ মিডিয়া লিমিটেড © All rights reserved © 2023 Protidiner Kagoj |