সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১২:০২ অপরাহ্ন
এম বাবুল,কাপ্তাই ( রাঙামাটি) : রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ৮ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ পাইথন প্রজাতির অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন প্রায় ৯ কেজি। বুধবার (১০ জুলাই) সকালে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই রেঞ্জের সদস্যরা কাপ্তাই জাতীয় উদ্যানের গভীর অরণ্যে অজগরটি অবমুক্ত করেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নাছির উদ্দিন, কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহি উদ্দিন চৌধুরী সহ বন বিভাগের কর্মীরা ছিলেন।
কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহি উদ্দিন চৌধুরী জানান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. জাহিদুর রহমান মিয়া এর দিক নির্দেশনায় গতকাল মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় রাঙামাটি শহরের কল্যানপুর এলাকার জনৈক মো: খোকনের দোকান হতে স্থানীয় জনগণের সহায়তায় বন বিভাগের কর্মীরা অজগর সাপটি উদ্ধার করেন। পরবর্তীতে আজ( বুধবার) সাপটিকে আমরা কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করি।