মোঃ খাইরুল ইসলাম, মুরাদনগর:১৯ দফা দাবি নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। গতকাল শনিবার বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোমান আহমেদ বাধনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা কমিশনার ভূমি কর্মকর্তা নাসরিন সুলতানা নিপা, গণমাধ্যম কর্মী আজিজুর রহমান রনি (দৈনিক কালের কণ্ঠের মুরাদনগর প্রতিনিধি), শিক্ষার্থীদের মধ্যে শামীম আহমেদ (ঢাকা বিশ্ববিদ্যাল), মোঃ ওমর সালিন, (রাজশাহী বিশ্ববিদ্যালয়), রিফাত উজ্জামান (ঢাকা বিশ্ববিদ্যালয়), মোঃ আব্দুল (ঢাকা বিশ্ববিদ্যালয়), মোঃ আতিকুজ্জামান ( কুমিল্লা বিশ্ববিদ্যালয়), তসমিন সরকার, (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মোঃ নাহিদ (মুরাদনগর কাজী নোমান আহমেদ কলেজ) সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের কাছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ১৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো; মাদক নির্মূল, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ, বিভিন্ন সড়কে ভাড়ার সমন্বয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা ঝুলানো, সরকারি হসপিটাল, ভূমি ও ইউনিয়ন অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরগুলোতে বিনিময় ছাড়া সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণ ইত্যাদি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র নেতাকর্মীদেরকে সাথে নিয়ে প্রত্যেকটা দাবি যথাযথ বাস্তবায়নের আশ্বাস দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করে আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।