সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহে ট্রাফিকের কাজ করছে ছাত্ররা

জামালপুরের মেলান্দহে ট্রাফিকের কাজ করছে ছাত্ররা

বায়েজিদ কবির, মেলান্দহ :  মাত্র কয়েক দিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই তারাই আবার ফুটপাতের আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। আবার কেউ কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তারা কেউই ট্রাফিক বা পৌরসভার পরিচ্ছন্ন বিভাগে চাকরি করেন না।
তারপরও পৌর শহরের সৌন্দর্য বাড়াতে ও সড়কের যান চলাচলের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন এসব ছাত্ররা।ছাত্রদের এ রকম কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন মেলান্দহ উপজেলার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। সরকার পতনের পরে আইন-শৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর পরিস্থিতিতে শনিবার সকাল  থেকে উপজেলার সদর রোডে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।  স্বেচ্ছাসেবক হিসেবে শিক্ষার্থীরা ট্রাফিক নিয়ন্ত্রণের ভূমিকার পাশাপাশি পরিচ্ছন্ন কর্মীরও দায়িত্ব পালন করেন।

মেলান্দহ বাজার   মোড়ে মোড়ে এমন দৃশ্য দেখা যায়।  দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মেলান্দহ উপজেলা  কয়েকদিন ধরে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মিছিল স্লোগান ও সমাবেশ করে নিজ দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান। কয়েকদিন ধরে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সড়কে পরে থাকা আবর্জনা পরিষ্কারের কাজে দেখা না যাওয়ায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের খালি ও বিস্কুটের প্যাকেটসহ বিভিন্ন ময়লা-আবর্জনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত এই শিক্ষার্থীরা।

মেলান্দহ বাজার  মাহমুদ পুর রোড়, হাজরাবাড়ি রোড়,স্টেশন রোড় ,  রিকশা স্ট্যান্ড এবং    উপজেলার বিভিন্ন স্থানের রাস্তায়, রাস্তায় দাঁড়িয়ে শিক্ষার্থীরা যানবাহন নিয়ন্ত্রণ করেছে। শিক্ষার্থীদের নেতৃত্ব দেন আতাউর রহমান ।  তিনি বলেন, যেহেতু ছাত্র-জনতার আন্দোলনে দেশটা দ্বিতীয় বার স্বাধীন হয়েছে তাই শহীদ ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। দায়িত্ব পালনে স্থানীয় সংবাদ কর্মীদের সহযোগীতা কামনা করেন আতাউর রহমান ।

জানা গেছে, দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের বাড়ি মেলান্দহ  উপজেলার বিভিন্ন ইউনিয়নে। ছাত্ররা যেখানে সেখানে যেকোনো যাত্রীবাহী গাড়ি, ট্রাক-লড়ি, রিকশা, মোটরসাইকেল দাঁড়াতে দিচ্ছে না। মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকলে হেলমেট পরার পরামর্শ দিচ্ছে তাঁরা।  শিক্ষার্থীদের এ উদ্যোগকে প্রশংসা করেন বাজারের ব্যবসায়ী ও পথচারীরা। মেলান্দহ বাজারের ভেটেনারি ঔষধ ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলামসহ আরও অনেকেই  ছাত্রদের মাঝে  পানি, বিস্কুট,কলা ও কেক বিতরণ করে উৎসাহীত করেন।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |