সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৬ পূর্বাহ্ন

শ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এখনো কাতরাচ্ছেন রায়হান 

শ্রীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এখনো কাতরাচ্ছেন রায়হান 

জাকির মড়ল :বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝাপিয়ে পরেন লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী, মিছিলে মিছিলে উত্তাল গুটা বাংলাদেশ। এর মাঝে পুলিশের গুলিতে প্রাণ গেলো আবু সাইদের । আন্দোলন আরো বেগবান হতে শুরু হলো। সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী নেমে গেলো রাস্তায়। সারা বাংলাদেশ কারফিউ জারি করেছে সরকার, তাতেও কোন সমস্যা মনে করে নি ছাত্ররা। তাদের দাবি আদায়ের একচুল কমেনি সরকারের দেয়া কারফিউতে। ঐদিকে লাশের মিছিল বেড়েই চলছে।
পুলিশের গুলিতে প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। এখন বাংলাদেশের সব দল মিলে নেমেছে মাঠে সাধারণ মানুষ নেমে পরেছে রাস্তায়।এরি ধারাবাহিকতায় শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ, মাওনা পিয়ার আলী কলেজ, জয়না কলেজ বরমী কলেজ, সহ সকল কলেজের ছাত্র ছাত্রী নেমে গেলো রাস্তায়, ঐদিকে আওয়ামীলীগের নেতাদের অবস্থান মাওনা চৌরাস্তায়। ছাত্রদের দফায় দফায় হামলা করছে আওয়ামী লীগের নেতারা পুলিশ বিজিবি করছেন গুলি। ছাত্ররা পিছপা হয়নি তারা, শ্রীপুরের অনেকের মধ্যে সমন্বয় কারির দ্বায়িত্ব পালন করছেন অন্যতম একজন রফিকুল ইসলাম রায়হান, সে প্রথম থেকে বিজয় দিন পর্যন্তই ছাত্রদের নিয়ে মাওনা চৌরাস্তা পুলিশ ও আওয়ামী লীগ মুক্ত করে বিজয় ছিনিয়ে নিয়ে আসেন ৫ ই আগস্ট হঠাৎ মাওনা অবদামোড়ে বিজিবি ছুঁড়া গুলি এসে পায়ের গোড়ালিতে এসে আঘাত করেন ততক্ষণাত ঢলে পরেন মাটিতে জ্ঞান হাড়ায়।
সাথে সাথে উপস্থিত থাকা ছাত্ররা নিয়ে গেলেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় ময়মনসিংহ সেখান থেকে পরে পুঙ্গু হাসপাতাল। এক্সরে রিপোর্টে দেখা গেলো পায়ের হাড় গুঁড়া হয়ে গেছে। ৪ দিন চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে আসা হয় তাকে। দেখতে গেলেন অনেকেই। রায়হানের সাথে যোগাযোগ করা হয় সে বলেন, ভাই প্রথম থেকে বিজয় পর্যন্ত মাঠে ছিলাম জীবনের মায়া করিনাই একটা গুলি খেয়ে আমি পুঙ্গু হয়েছি আমার কোন দুঃখ নাই । আমি অনেক খুশি দেশ স্বাধীন হয়েছে বিজয় নিয়ে ঘরে ফিরেছি এটাই আমার বড় পাওয়া। স্বাধীনতা এনিছি এখন এটাকে রক্ষা করতে হবে সবাই মিলে। দেশের প্রতি দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও দোয়া চেয়েছেন তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |