বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন

আপডেট
সাবেক এমপির বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রানের চাউলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার

সাবেক এমপির বাড়ি থেকে ২৩০ বস্তা ত্রানের চাউলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার

এম জালাল উদ্দীন, স্টাফ রিপোর্টার: পাইকগাছায় সাবেক এমপি রশীদুজ্জামানের বাড়ি থেকে ২৩০ বস্তায় ১০ কেজি করে চাউল ও তৈল, ডাউল চিনি, লবন সহ অন্যান্য খাদ্য সামগ্রী উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামিম।

গতকাল বিকালে সংসদ সদস্য’র আগড়ঘাটা অফিস কাম নিজ বাড়ি থেকে উক্ত ত্রাণের মাল উদ্ধার করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, পাইকগাছা কৃষি অফিসার ও কৃষিবিদ অসিম কুমার দাশ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হাসিবুর রহমান সহ সেনাবাহিনীর সদস্যবৃন্দ।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল ইসলাম শামিম বলেন, আমরা সাবেক সংসদ সদস্য’র বাড়ি থেকে ২৩০ টা বস্তায় ত্রানের ১০ চাউল সহ অন্যান্য খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। এসময়ে তৈল, চিনি, লবন সহ কয়েক প্রকার ত্রান সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল ত্রান শাখায় জমা রাখা হয়েছে। এদিকে এলাকাবাসি বলছে ত্রান সামগ্রী দেওয়ার সময় হয়তো পাননি তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |