সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হওয়া চবি শিক্ষার্থী পলাশ মারা গেছে

বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হওয়া চবি শিক্ষার্থী পলাশ মারা গেছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বন্যার্তদের সহায়তা করতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ফাহিম আহমাদ পলাশ ৮ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার সহপাঠী আশিক সরকার। এর আগে গত ২৭ আগস্ট ভোরে চবির পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ফাহিম আহমাদ পলাশ। এ ঘটনায় ২ জন গুরুতরসহ মোট ১২ জন আহত হন।

সহপাঠী আশিক সরকার বলেন, পলাশ গত এক সপ্তাহ যাবৎ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকার সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬টা ২০ মিনিটে মারা যান তিনি।

শেয়ার করুন

Comments are closed.




দৈনিক প্রতিদিনের কাগজ © All rights reserved © 2024 Protidiner Kagoj |