সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
মাহমুদ হাচান, শিশু সাংবাদিক : রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে নীলফামারীর ডোমারে শালকী নদীর উপরে নির্মিত শালকী ব্রিজ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়েই প্রতিদিন সহস্রাধিক মানুষ চলাচল করে ব্রিজটির ওপর দিয়ে। এতে প্রায়ই ঘটছে বিভিন্ন ধরনের দুর্ঘটনা। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা গেছে, শালকী নদীর উপরে নির্মিত শালকী ব্রিজের রেলিং ভেঙে পড়েছে ও ব্রিজটি দেবে গেছে। এছাড়াও উপরের স্ল্যাবে ফাটল ধরেছে। যানবাহন পাড়াপাড়ের সময় কাপতে শুরু করে ব্রিজটি। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় ব্যক্তিরা।
শালকী ব্রিজের পাশে কলেজপাড়া বাসিন্দা দুলাল মিয়া বলেন – এই ব্রিজটি কয়েক বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে, মেরামতের কোনো উদ্যোগ নেই। এই ব্রিজটি দিয়ে শিক্ষার্থী ও পথচারীরা ঝুঁকি নিয়ে পারাপার হন। ফলে ওই এলাকার হাজারো মানুষ যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছেন। ব্রিজের উপর দিয়ে চলাচল করা পথচারী সামিউল আরেফিন হৃদয় বলেন – ডোমার থেকে চিলাহাটি সড়কের মাঝে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে মেরামত হীন অবস্থায় আছে। এই ব্রিজ প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। যানবাহন চলাচলের সময় ব্রিজটি কেঁপে উঠে। যেকোনো সময় দুর্ঘটনা হতে পারে। যতদূর সম্ভব ব্রিজটি সংস্কার করা প্রয়োজন।
অটোচালক মশিউর রহমান বলেন – এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজারো মানুষ পারাপার হন। বর্তমানে ব্রিজটি পারাপারের অনুপযোগী। যেকোনো সময় এটি ধসে পড়তে পারে। দ্রুত ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েডোমার উপজেলা প্রকৌশলী ফিরোজ আলম বলেন – ডোমার থেকে চিলাহাটি রাস্তার যে ব্রিজটি, সেটার যাবতীয় তথ্যসহ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রকল্পটির চুক্তি সম্পন্ন হওয়ার পরে মাটি পরীক্ষা সহ অন্যান্য কাজের জন্য টিম পাঠানো হবে। আশা করছি, এবছরের মধ্যে সকল কার্যক্রম শুরু হয়ে যাবে।জনদুর্ভোগ লাঘবে এই ব্রিজটি সংস্কারের যথাযথ পদক্ষেপ নিবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সকলের।